পায়ে কাটা ফুটলে করণীয় - পায়ে কাটা ফুটলে হোমিও ঔষধ

পায়ে কাটা ফুটলে করণীয় কাজ সমূহ যথাসময়ে করতে পারলে বড় ধরনের ক্ষতি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। পক্ষান্তরে যদি আপনি পায়ে কাটা ফুটলে করণীয় কাজ সমূহ সম্পর্কে না জানেন তাহলে কিন্তু বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। যাই হোক নিচে, পায়ে কাটা ফুটলে করণীয় কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

পেজ সূচিপত্র: পায়ে কাটা ফুটলে করণীয় - পায়ে কাটা ফুটলে হোমিও ঔষধ

পায়ে কাটা ফুটলে করণীয়

অনেক সময়ে পায়ে কাটা ঢুকে যায়। কোন সময় যদি পায়ে কাটা ঢুকে যায়, সে ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু কাজ করতে হবে। আপনি যদি তৎক্ষণাৎ সেই কাজগুলো করতে পারেন, তাহলে খুব সহজেই পায়ের কাটা দূর করার সম্ভব হবে। পায়ে কাটা ফুটলে করণীয় কাজ সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা তুলে ধরা হবে। আপনি পায়ে কাটা ফুটলে করণীয় কাজগুলো, যথাযথভাবে করতে পারেন আশা করা যায় উপকৃত হবেন। পায়ে কাটা ফুটলে করণীয় কাজ সমূহ নিম্নরুপ। 

পায়ে কাটা ফুটলে করণীয়:
  • কাটা ফুটার স্থান ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিন।
  • কাটা কোথায় ফুটেছে তা নির্ণয় করুন।
  • এরপর চিমটা দিয়ে কাঁটা বের করার চেষ্টা করুন।
  • অথবা সুঁচ দিয়েও কাটা বের করা যেতে পারে।
  • এরপরে আক্রান্ত স্থানে স্যানিটাইজার ব্যবহার করুন।

পায়ে কাটা ফুটলে হোমিও ঔষধ

পায়ে কাটা ফুটলে হোমিও ঔষধ সেবন করার মাধ্যমে খুব সহজেই তা দূর করা সম্ভব। তাই অনেকেই, পায়ে কাটা ফুটলে হোমিও ঔষধ সেবন করে থাকে। আপনি যদি অভিজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে পায়ে কাটা ফুটলে হোমিও ঔষধ সেবন করেন আশা করা যায় আপনিও উপকৃত হতে পারবেন। নিচে, পায়ে কাটা ফুটলে হোমিও ঔষধ সমূহের নাম তুলে ধরা হলো। 
  • Silicea 
  • Anagalis 
  • Hypericum
  • arnica
  • ledum pal
  • heper sulphur 

পায়ে পেরেক ফুটলে কি করতে হবে - পায়ে লোহা ঢুকলে করণীয়

পায়ে কাটা ফুটলে করণীয় কি? সেই বিষয় সম্পর্কে উপরে আলোচনা করা হয়েছে। আর্টিকেলটির এই অংশে পায়ে পেরেক ফুটলে কি করতে হবে বা পায়ে লোহা ঢুকলে করণীয় কি? সে বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। পায়ে পেরেক ফুটলে কি করতে হবে বা পায়ে লোহা ঢুকলে করণীয় কি? সেই বিষয় সম্পর্কে নিচে আলোকপাত করা হবে। তো আসুন তাহলে দেখে নেয়া যাক, পায়ে পেরেক ফুটলে কি করতে হবে বা পায়ে লোহা ঢুকলে করণীয় কি? সে সম্পর্কে বিস্তারিত তথ্য। 

পায়ে পেরেক ফুটলে কি করতে হবে - পায়ে লোহা ঢুকলে করণীয় কাজ সমূহ:
  • পরিষ্কারভাবে হাত ধুয়ে কাঁটা জায়গায় চেপে ধরে রক্ত বন্ধ করুন।
  • ক্ষতস্থান পরিষ্কার করুন।
  • ক্ষতস্থানে এন্টিবায়োটিক ক্রিম ব্যবহার করুন।
  • ক্ষতস্থান সুতি কাপড় দিয়ে বেধে রাখুন।
  • যত দ্রুত সম্ভব ডাক্তারের নিকটে কিংবা হাসপাতালে যান।

পায়ে ভাসি হলে করণীয়

পায়ে করা পড়লে বা ভাসি হলে খুব সহজেই ঘরোয়া ভাবেই তা দূর করা সম্ভব। নিম্ন বর্ণিত পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে খুব সহজেই আপনি পায়ের কড়া দূর করতে পারবেন। পায়ে ভাসি হলে করণীয় কি? সেই বিষয়ে সম্পর্কে নিচে আলোকপাত করা হলো। পায়ে ভাসি হলে করণীয় কার্যসমূহ সম্পর্কে নিচে যে তথ্য তুলে ধরা হবে আশা করি তা আপনার উপকারে আসবে। পায়ে ভাসি হলে করণীয় কাজ সমূহ সম্পর্কে বিস্তারিত তথ্য নিম্নরুপ। 

পায়ে ভাসি হলে করণীয় কাজসমূহ:
  • বেকিং সোডা: পায়ে কড়া পড়লে বা ভাসি হলে সামান্য পানিতে বেকিং সোডা মিশ্রিত করে ব্যবহার করলে অল্প কিছুদিনের মধ্যেই পায়ে কড়া বা ভাসি নির্মূল হয়ে যাবে। তাই পায়ে কড়া পড়লে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। 
  • পেঁয়াজের রস: পেঁয়াজের রসে রয়েছে অ্যান্টি এক্সিডেন্ট যা আপনার পায়ের করাকে নরম করে ফেলতে পারে। তাই আপনি যদি নিয়মিত কিছুদিন পায়ের করায় পেঁয়াজের রস ব্যবহার করেন সে ক্ষেত্রে আশা করি উপকৃত হতে পারবেন। 
  • রসুন: রসুন খুবই গুরুত্বপূর্ণ একটি ভেষজ। বহু ঔষধি গুণে ভরপুর রসুন খেতলে কিছুদিন পায়ের করায় ব্যবহার করলে উপকার পাওয়া যায়। তাই পায়ের কাটা দূর করার জন্য নিয়মিত রসুন খেতে পারেন আশা করা যায় ভালো ফলাফল পাবেন। 
  • লেবুর রস: পায়ের করায় নিয়মিত লেবুর রস ব্যবহার করলে উপকার পাওয়া যায়। তাই চাইলে আপনি পায়ের কড়া দূর করার জন্য নিয়মিত লেবুর রস ব্যবহার করতে পারেন। লেবুর রসে থাকা এসিড খুব সহজেই আপনার পায়ের কাটাকে বাইরে বের করে ফেলবে। 
  • আনারসের খোসা: রাত্রে আনারসের খোসা পায়ের কড়া পায়ে বেঁধে রেখে সকালবেলা খুলে ফেললে অল্প কিছুদিনের মধ্যেই পায়ের করা দূর হয়ে যায়। 
  • ভিটামিন ই তেল: পায়ের গোড়া নির্মূল করার জন্য আপনি ভিটামিন ই তেল ব্যবহার করতে পারেন। ভিটামিন ই তেল ব্যবহার করলে নির্মূল হয়ে যায়।
  • ক্যাস্টর অয়েল: পায়ের কড়া নির্মূল করার আরেকটি অন্যতম উপায় হল ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল নিয়মিত ব্যবহার করার মাধ্যমে খুব সহজেই পায়ের কড়া নির্মূল হয়ে যায়। 

হাতে মাছের কাটা ফুটলে করণীয়

হাতে মাছের কাটা ফুটলে করণীয় কি? সে বিষয় সম্পর্কে যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে নিম্ন বর্ণিত তথ্যগুলো গুরুত্বসহকারে পড়তে থাকুন। গুরুত্ব সহকারে নিম্ন বর্ণিত তথ্যগুলো পড়লে হাতে মাছের কাটা ফুটলে করণীয় কাজে সমূহ সম্পর্কে আশা করি বিস্তারিত তথ্য জানতে পারবেন। 

অনেক সময় মাছ ধরতে গিয়ে হাতে মাছের কাঁটা ফুটে যায়। হাতে যদি মাছের কাটা বিঁধে তাহলে তৎক্ষণাৎ নিম্ন বর্ণিত কাজগুলো করতে হবে। আপনি যদি হাতে মাছের কাটা ফুটলে করণীয় কাজ সমূহ যথাসময়ে করতে পারেন, তাহলে খুব সহজেই হাত থেকে মাছের কাঁটা বের করতে পারবেন।

হাতে মাছের কাটা ফুটলে করণীয় কাজ সমূহ:
  • আক্রান্ত স্থান ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করুন।
  • এরপরে কাঁটা চিমটা দিয়ে টেনে বের করুন।
  • কাটা বের করার পরে আক্রান্ত স্থানে ডেটল ব্যবহার করুন।
  • মাছের কাটা ভিতর গিয়ে ভেঙ্গে থাকলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে।

হাতে মাছের কাটা ফুটলে হোমিও ঔষধ

হাতে মাছের কাটা ফুটলে হোমিও ঔষধ সেবন করা যেতে পারে। হাতে মাছের কাটা ফুটলে হোমিও ঔষধ সেবন করার মাধ্যমে খুব সহজেই হাতের কাটা দূর করা সম্ভব। হাতে মাছের কাটা ফুটলে হোমিও ঔষধ সেবন করার জন্য অবশ্যই আপনাকে ভালো হোমিও ডাক্তারের শরণাপন্ন হতে হবে। হাতে মাছের কাটা ফুটলে হোমিও ঔষধ সমুহের তালিকা নিচে তুলে ধরা হলো। 
  • Ignatia Amara
  • Anagalis
  • Merc Sol
  • Phosphorus

উপসংহার

আপনি যদি প্রথম থেকে এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ে থাকেন তাহলে অবশ্যই পায়ে কাটা ফুটলে করণীয় কি? এবং পায়ে পেরেক ফুটলে কি করতে হবে সে বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। 
উপরে উল্লেখিত পদ্ধতি গুলো অনুসরণ করার মাধ্যমে খুব সহজে আপনি পায়ের কাঁটা দূর করতে পারবেন। গুরুত্বপূর্ণ এই আর্টিকেলটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন। ১৬৪১৩

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url